বেনাপোলের শার্শা আসনের বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত কোনো মেয়ে বেকার থাকবে না। বেনাপোল বন্দর আধুনিকায়ন করা হবে এবং ১শ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে।
শুক্রবার শার্শার পাকশিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উঠোন বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি দেন।
তৃপ্তি বলেন, নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের নিকট পৌঁছে দিতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন এবং তারেক রহমানের নেতৃত্বই পারে বিএনপিকে ক্ষমতায় আনতে। আমরা জনগণের কাছে আমাদের অঙ্গীকার পৌঁছে দেব এবং গণমানুষের চাহিদা পূরণে সচেষ্ট হবো ইনশাল্লাহ।
মফিকুল হাসান তৃপ্তি আরও বলেন, প্রতিবেশী একটি দেশ বর্ষার সময় বাঁধ খুলে দিয়ে প্রতিবছর শার্শার বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে ফসলহানি ঘটাচ্ছে। শহীদ জিয়া নিজে হাতে কোদাল নিয়ে উলশী, যদুনাথপুর ও বাগআঁচড়া ইউনিয়নের মাখলা খাল কেটেছেন। আমি এমপি হলে বাকি খাল খননে সহযোগিতা করবো, শার্শাকে মাদকমুক্ত করবো এবং আমার এলাকায় উচ্চ সুদে কোনো এনজিও ব্যবসা করতে পারবে না।
সভায় আরও বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, তাজউদ্দীন আহমদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুজ্জামান লাল্টু প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল