আওয়ামী লীগ ও শেখ হাসিনার দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও দুঃশাসনের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হাসিনা তার আত্মীয়-স্বজনকে টাকার বস্তা নিয়ে আগেই ভাগিয়ে দিয়েছে। আগে বলেছে হাসিনা পালায় না, পরে পালিয়েছে। আত্মীয়-স্বজন সবাইকে এমপি-মন্ত্রী বানিয়েছে। বলেছে যে- তোরা আগে বাঁচ, আঁইতো আঁর মতো করে পালাইয়ুম’। আওয়ামী লীগের অনেকেই পালাতে পারেনি, অনেকে জেলে গেছে। এখনো দেশের বাহিরে বসে ষড়যন্ত্র করছে।
শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের গৌরিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা দলের উঠান বৈঠকে এসব কথা বলেন এ্যানি। তিনি আরও বলেন, মুজিব বাহিনী, লাল বাহিনী, রক্ষী বাহিনীর স্টাইলে মানুষকে শান্তি দেয়নি তারা। মানুষের ওপর অত্যাচার-নির্যাতন, হামলা ও গুম-খুন করেছে। লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। হাসিনা ও তার দল গণশত্রু, গ্রামের শত্রু এবং দেশের শত্রুতে পরিণত হয়েছে। এখন বিচারের রায় ঘোষণার খবরে লকডাউনে এআই এর ব্যবহারে কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।
এ্যানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে বলেন, তারেক রহমানের স্পষ্ট বক্তব্য হচ্ছে বিএনপি’র নাম ও পদ ব্যবহার করে কোন ধরণের অপকর্ম বা ফায়দা নেয়ার সুযোগ দেয়া হবে না। খালেদা জিয়া ও তারেক রহমানের আমলে বিএনপির আমলে এ সুযোগ নেই।
বিএনপি একটি গণমানুষের দল, মার্কা ধানের শীষ, আগামী নির্বাচনে ধানের শীষকে নির্বাচিত করে নিয়ে আসার আহবান জানান বিএনপির এ নেতা। এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শআ