বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্ম ব্যবহার করলে নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি হবে এবং ধর্মকে বিতর্কিত করা হবে। এটা না মেনে যারা রাজনীতির উদ্দেশ্যে ধর্ম ব্যবহার করে তারা সবচেয়ে বড় মোনাফেক।
আজ শুক্রবার সন্ধ্যার আগে সিরাজগঞ্জের নতুন ভাঙ্গাবাড়ী বিএনপি নেতা ও সাবেক কমিশনার আব্দুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুুকু বলেন, জামায়াতের নারীরা বিভিন্ন বাড়িতে গিয়ে তামিল করেন। তারা যদি সঠিকভাবে কোরআন হাদিসের আলোকে তালিম করে তবে ঠিক আছে। আর যদি তামিলের নামে তাদের দলের প্রচারণা করে এবং ভোট চায় তবে সেটা ধর্মের সাথে প্রতারণা করা হবে। এর চেয়ে বড় মোনাফেকি আর কিছু হতে পারে না।
স্মরণসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/নাজমুল