কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে রংপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে রংপুর ডায়াবেটিক সমিতি কার্যালয় প্রাঙ্গনে সমিতির সাধারণ সম্পাদক মোস্তফাআজাদ চৌধুরী বাবু’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রউফ।
এ সময় উপস্থিত ছিলেন, ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম। এরপর একটি জনসচেতনতামূলক র্যালী নগরীর গুরুত্বপূর্ণসড়ক প্রদক্ষিণ করে। দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করেডায়াবেটিক সমিতি।
বিডি-প্রতিদিন/আশফাক