দিনাজপুরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবিতে 'গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক' অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে অর্ধশতাধিক তরুণ জলবায়ুকর্মী জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য রূপান্তরের দাবি তুলে ধরেন।
বক্তারা বলেন, ব্রাজিলের বেলেম শহরে জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩০) অনুষ্ঠিত হচ্ছে। সারা বিশ্বের সঙ্গে দিনাজপুরের তরুণরাও একযোগে সবুজ, ন্যায়সঙ্গত ও সমতাপূর্ণ পৃথিবী গড়ার জন্য দাবি জানাচ্ছে।
এসময় ভিলেজ সোস্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ভিএসডিএ) এর সহ-সভাপতি সেলিম ইসলাম বলেন, জলবায়ু ন্যায়বিচার জীবাশ্ম জ্বালানি থেকে বিনিয়োগ সরিয়ে নবায়নযোগ্য শক্তিতে স্থানান্তর নিশ্চিত করবে। তরুণদের নেতৃত্বেই সবুজ পৃথিবীর ভবিষ্যৎ গড়ে উঠবে।
বিডি-প্রতিদিন/এমই