ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক (ডিডিএরজি) শংকর কুমার বিশ্বাস এবং সঞ্চালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের (সংযুক্ত) সচিব মো. মাহমুদুল হোসাইন খান।
সভায় বক্তব্য রাখেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল খান এবং সরকারি হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল