মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী-পুরুষ ও শিশুসহ ১২ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার দুপুরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির মেহেরপুর কাজিপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাব্বিন্দার সিং।
সীমান্তের ১৪৭ নং পিলার এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিএসএফ ১২ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। এদের মধ্যে রয়েছেন খুলনা, রাজবাড়ি, সিরাজগঞ্জ, বাগেরহাট ও কুষ্টিয়ার বিভিন্ন জেলার নাগরিক। তারা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল এবং পরে ভারতীয় পুলিশ তাদের আটক করেছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, আইন অনুযায়ী প্রক্রিয়া শেষে হস্তান্তর হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএম