কুড়িগ্রামে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অন্নপূর্ণা দেবনাথ। এর আগে, তিনি উপভূমি সংস্কার কমিশনার (উপসচিব) ভূমি সংস্কার বোর্ডে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ১৪ জন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে রাষ্ট্রপতির আদেশ ক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির এ তথ্য জানানো হয়। এর আগে, চলতি বছরের ১ সেপ্টেম্বর কুড়িগ্রামে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন সিফাত মেহনাজ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমান সরকারের মেয়াদে এ নিয়ে পরপর তিনজন জেলা প্রশাসককে পদায়ন করা হয় কুড়িগ্রাম জেলায়। তাদের সবাই নারী। ২০২৪ সালে ৫ আগস্টের পর প্রথম পদায়ন করা হয় নুসরাত সুলতানা, এরপর চলতি বছর আগষ্ট মাসে জেলা প্রশাসক হিসাবে পদায়ন করা হয় সিফাত মেহনাজ এবং সর্বশেষ পদায়ন করা হয় অন্নপূর্ণা দেবনাথকে।
এর আগে ২০১৮ সালে কুড়িগ্রামে প্রথম নারী জেলা প্রশাসক পদায়ন করা হয় সুলতানা পারভীনকে। এ নিয়ে জেলায় নারী জেলা প্রশাসকের সংখ্যা দাড়ালো ৪ জনে।
বিডি প্রতিদিন/হিমেল