দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ওপর অবস্থিত ফুলবাড়ী শহরে স্বাধীনতার ৫৩ বছর পরও হয়নি কোনো বাস টার্মিনাল বা যাত্রীছাউনি। ফলে প্রতিদিনই রাস্তার ওপর বাসের যাত্রী উঠা-নামা, ট্রাক থেকে পণ্য ওঠানামা ও অটোরিকশাসহ ছোট পরিবহনের বিশৃঙ্খল চলাচলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। দুর্ভোগে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও জরুরি কাজে চলাচলকারী সাধারণ মানুষ।
ভুক্তভোগীসহ স্থানীয়রা জানায়, ফুলবাড়ী হয়ে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় প্রতিদিনই ছুটে চলা শত শত যাত্রীবাহী বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চলাচলে উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতের মাধ্যম হয়ে উঠেছে ফুলবাড়ী। তবে উন্নতি ঘটলেও ফুলবাড়ী শহরে নির্মাণ হয়নি কোনো বাস টার্মিনাল। তাই শহরের যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামা কিংবা মালবাহী ট্রাকগুলো থেকে পণ্য লোড-আনলোড করা হয় সড়কের ওপরই। এতে মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয় প্রতিনিয়ত।
এ ছাড়া ফুটপাত দখল হয়ে যাওয়ায় সড়ক পারাপারে পথচারীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। বিশেষ করে ফুলবাড়ী নিমতলা মোড় ও নৈশকোচ কাউন্টারের সামনে এবং বটতলি মোড়ে সড়কের ওপর বাস থামিয়ে যাত্রী ওঠা-নামা করায় পৌর শহর দিয়ে যাওয়া দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী শহরের প্রায়ই যানজট লেগে থাকে। ফলে সবসময় যানজটসহ ভোগান্তি লেগেই থাকে। ঈদসহ বিভিন্ন উৎসবে এর ভয়াবহতা আরও বৃদ্ধি পায়।
ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহত হয়েছে ২৩ জন। আহত হয়েছে অন্তত অর্ধশত।
স্থানীয় মেহেদী হাসান বলেন, ‘যানজটের কারণে প্রতিদিন ভোগান্তি পোহাতে হয়। শহরের যেখানে-সেখানে সড়কের ওপর গাড়ি থামায়। এতে যানজটের সৃষ্টি হয়। একটা টার্মিনাল হলে এই ভোগান্তি অনেকটা কমে যেত।’
দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী স্টান্ড শাখার সভাপতি মহসীন আলী সরকার বলেন, ‘আমাদের নিজস্ব এক একর জায়গা রয়েছে। কিন্তু আর্থিক সংগতি না থাকায় আমাদের পক্ষে বাস টার্মিনাল নির্মাণ করা সম্ভব হয়ে ওঠেনি। ওই জায়গায় সরকার যদি বাস টার্মিনাল নির্মাণ করে দেয়, তবে যানজটসহ সড়ক দুর্ঘটনা ও শহরের যত্রতত্র দূরপাল্লার যানবাহন দাঁড়ানো বন্ধ হয়ে যাবে।’
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, ‘জটিলতা আছে অনেক।কারণ, দূরপাল্লার কোচগুলোর দাঁড়ানোর কোনো নির্ধারিত স্থান নেই। এটা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে, যদি কখনো কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করে তাহলে এটা করা সম্ভব হবে।’
বিডি-প্রতিদিন/আশফাক