গ্রামীণ খেলাধুলার আয়োজনের অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় প্রথমবারের মতো এই খেলার আয়োজন করা হয়। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী হাডুডু খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বিরোধা রানী রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হলেও বর্তমানে এই খেলাটি প্রায় বিলুপ্তির পথে। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাটি এক সময় ব্যাপকভাবে খেলা হলেও এখন আর চোখেই পড়ে না।
এদিকে প্রথমবরের মতো গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাটি শহরে আয়োজন করায় খুশি স্থানীয়রা। আয়োজকরা বলছেন গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাগুলো তরুণ সমাজের মাঝে ধরে রাখতেই করা হয়েছে এমন আয়োজন।
খেলায় ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলা ও ৩টি পৌরসভা থেকে খেলোয়াড়রা অংশ নিয়েছেন। আগামী১৫ নভেম্বর বিকেলে ফাইনাল খেলার মাধ্যমে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।
বিডি-প্রতিদিন/তানিয়া