প্রায় তিন যুগ পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের নির্বাচনে বকুল-বিজন পরিষদ পূর্ণ প্যানেলের বিজয় হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে আলামিন ইসলাম বকুল ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম পান ১০৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে মারুফ আহমেদ বিজন ২৫৬ ভোটে নির্বাচিত হন, তার নিকট প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান (কাজী মিজান মেনন) পান ৮৮ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে একেএম আনোয়ারুল হক কালু ২৫৩ ভোট, নুর রহমান (২২১ ভোট), মাজহারুল ইসলাম (২০৯ ভোট), সোহেল রানা (১৯৬ ভোট) এবং নজরুল ইসলাম (১৭৭ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন।
বিডি প্রতিদিন/কামাল