কক্সবাজারের উখিয়া থেকে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তচ্ছাখালী ব্রিজের পশ্চিম পার্শ্বে বস্তার ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পথচারীরা দুর্গন্ধ টের পেয়ে একটি বস্তার ভেতরে লাশ দেখতে পান। খবর পেয়ে উখিয়া থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে নিহতের নাম রহিমা (৩০) বলে ধারণা করা হচ্ছে। সে জালিয়াপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আমির হোসেনের মেয়ে।
নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, গত ৬ নভেম্বর রহিমার স্বামী জসিম উদ্দিন “ঘুরতে নিয়ে যাবেন” বলে রহিমার বাবার বাড়ি থেকে বের হন। এরপর থেকে রহিমা ও জসিম নিখোঁজ ছিলেন।
স্থানীয়দের ধারণা, স্ত্রীকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ফেলে রেখে পালিয়ে গেছে স্বামী জসিম।
উখিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্ত স্বামীর খোঁজ মিললে রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন