নারায়ণগঞ্জে সাংবাদিক ও সুধীজনদের অংশগ্রহণে ‘কেমন বন্দর চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে বন্দর প্রেসক্লাবে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
এসময় তিনি বলেন, বিগত ফ্যাসিবাদিকালে সবচেয়ে বেশি ত্যাগ করেছে জাতীয়তাবাদি দল। যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের অবদান আমরা কখনো ভুলব না। আমি বন্দরবাসীর পাশে আছি এবং থাকব। এখানকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সবসময় এগিয়ে আসব। নারায়ণগঞ্জের বাইরে যাওয়ার আমার কোনো জায়গা নেই।
তিনি আরও বলেন, আমি দেখেছি অনেক ক্ষেত্রে যেখানে সরকারের দায়িত্ব পালনের কথা, সেখানে তা ঠিকমত বাস্তবায়ন হয় না। ফলে অসহায় মানুষদের সমাজের অন্যদের উপর নির্ভর হতে হয়। আমি আপনাদের হয়ে সেই পরিবর্তনের কাজটি করার অঙ্গীকার করি-যাতে নীতিমালা সংশোধনের মাধ্যমে সরকার দায়িত্ব পালনে আরও দক্ষ, স্বচ্ছ ও যুগোপযোগী হতে পারে। এই শহরের মানুষের সেবা ও সহযোগিতাই আমার দায়িত্ব।
সভায় বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সহ সভাপতি দ্বীন ইসলাম দিপু, বন্দর নাগরিক কমিটি (বনাক) সাধারণ সম্পাদক হাফেজ মো. কবির হোসাইন, বন্দর উন্নয়ন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, যুগ্ম আহ্বায়ক মো. মাহতাব উদ্দিন ও লক্ষণখোলা আলহাজ্ব ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান নুরুল ইসলামসহ বিভিন্ন নাগরিক সমাজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল