রংপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুর মহানগর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আলী গোলাপ (৫০), মহানগর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান শিশির (৩২), মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফুয়াদ মন্ডল (৩৭) এবং মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মনজুরুল হক মানিক (২৮)।
তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা, নাশকতাসহ সরকার বিরোধী অপতৎপরতার অভিযোগ ও মামলা রয়েছে। বুধবার সকালে রংপুর মহানগর ও জেলা পুলিশের মিডিয়াসেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, জুলাই অভ্যুত্থানে হামলা, হত্যাচেষ্টা মামলার আসামি আওয়ামী লীগ নেতা রায়হান আলী গোলাপকে মঙ্গলবার রাতে নগরীর দর্শনা মোড় এলাকা থেকে, নগরীর কামাল কাছনা গুঞ্জন মোড় থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. মাহমুদুলহাসান শিশিরকে এবং ছাত্রশিবির নেতা হত্যা মামলার আসামী যুবলীগ নেতা ফুয়াদকে মিঠাপুকুর উপজেলা বৈরাগীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা নাশকতাসহ বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছিলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বা অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/এএম