লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর সীমান্ত চেকপোস্টে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তন্ময় চন্দ্র (২৫) নামের এক বাংলাদেশি তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাকে আটক করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর সদস্যরা।
তন্ময় দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার মুশিদহাট গ্রামের বিমল চন্দ্রের ছেলে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার বেলা পৌনে ১২টার দিকে দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় তিনবিঘা করিডোর চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা তন্ময় চন্দ্রকে আটক করেন। তিনি ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তন্ময় জানান, তিনি ২০২৪ সালে পাসপোর্ট ও ভিসাবিহীনভাবে দিনাজপুরের শেতাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। বুধবার ভারতীয় মানবপাচারকারী আলমগীরের সহায়তায় ফেরার সময় বিজিবির হাতে ধরা পড়েন।
বিজিবি জানায়, আটক তন্ময়ের বড় ভাই সঞ্জয় কুমারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তার বাংলাদেশি পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরে তাকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, রংপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন