চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৫টি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে এ ঘটনায় আউকে আটক করা যায়নি।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্প অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ১২ নভেম্বর মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্প তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সদর উপজেলার দোকানঘর এলাকা থেকে ৫টি পাইপগান, একটি চাইনিজ কুড়াল এবং ৪টি রামদা উদ্ধার করা হয়।
অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধাকৃত অস্ত্র চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ