গোপালগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তি এবং শিক্ষার সুযোগ বাড়াতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এবং সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ফিনান্স অ্যান্ড একাউন্টস অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাদিরা খানম, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক রিজভী আক্তার, সুশীল সমাজের প্রতিনিধি মনোজ কুমার সাহা, বর্ণ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র আকাশন, মাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকিবুল ইসলাম, প্রতিবন্ধী শিক্ষার্থী মাহমুদুল হাসান প্রধান ও অভিভাবক ফরিদা আহমেদসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের সঠিকভাবে বাছাই, শিক্ষা উপবৃত্তির আওতায় আনা এবং তাদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্ত করতে সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। তারা শিক্ষা উপবৃত্তি কার্যক্রমকে আরও কার্যকর ও স্বচ্ছ করার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/জামশেদ