সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় ফুলজোড় নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকালে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে একজন রায়গঞ্জ উপজেলার চরফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে গরু ব্যবসায়ী আব্দুল লতিফ (৪৫)। অপরজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত রবিবার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। বুধবার সকালে বাড়ির পাশে ফুলজোড় নদীতে মরদেহ ভাসতে দেখে স্বজনরা থানায় সংবাদ দেন।
সলঙ্গা থানার পরির্দশক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- তাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
পরিদর্শক মনোজিৎ কুমার নন্দী আরো বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অপরদিকে উল্লাপাড়া থানার ওসি একরামুল হোসাইন বলেন, বুধবার সকাল ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার চকিদহ ব্রিজের নিচে ফুলজোড় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। ঘটনাস্থল থেকে আনুমানিক ৩৬/৩৭ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি একরামুল হোসাইন আরো বলেন, নিহতের পরনে নীল রংয়ের লুঙ্গি ও কমলা রংয়ের জ্যাকেট ছিল। ধারণা করা হচ্ছে- মঙ্গলবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/মাইনুল