মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে শুরু হয়েছে ৭ দিনব্যাপী ভাসানী মেলা। মঙ্গলবার মওলানা ভাসানী ফাউন্ডেশন ও খোদা-ই-খেদমতগারের উদ্যোগে সন্তোষ মাজার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। এ সময় উপস্থিত ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানীসহ মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।
মেলা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে দেয়াল পত্রিকা প্রকাশ, ওরশ, স্মরণসভা, গণভোজসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডি-প্রতিদিন/আশফাক