জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালুকা হেল্পলাইন’ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ইমন তালুকদার জানান, ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের উপকারিতা, জরুরি সময়ে রক্তদাতার প্রয়োজনীয়তা এবং রক্তদানের নির্ধারিত সময়কাল সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
ভালুকা হেল্পলাইনের পক্ষ থেকে জানানো হয়, “শুধু রক্তের গ্রুপ জানলেই দায়িত্ব শেষ নয়, স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।” তাদের মতে, নিয়মিত রক্তদান যেমন জীবন বাঁচায়, তেমনি দাতার শরীরও সুস্থ রাখে—এ বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন।
বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদানের প্রচলন শুরু করেন অধ্যাপক নুরুল ইসলাম। তিনি প্রথম ব্যক্তি হিসেবে স্বেচ্ছায় রক্তদান করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেন। এরপর ১৯৭৮ সাল থেকে ২ নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবস হিসেবে পালন করা হচ্ছে।
কৃত্রিমভাবে রক্ত তৈরি সম্ভব নয়, এই বাস্তবতা তুলে ধরে আয়োজকরা বলেন, “রক্তদান মানেই মানবতার সেবা, তাই প্রত্যেক সক্ষম মানুষকে এ দায়িত্ব নিতে হবে।”
ক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, রক্তের গ্রুপ না জানার কারণে অনেক সময়ে বিপাকে পড়তে হয়। এমন উদ্যোগ তাদের সচেতন করেছে এবং রক্তদানের প্রতি আগ্রহী করেছে।
নাবিল নামের এক শিক্ষার্থী বলেন, “আজই প্রথম জানলাম আমার রক্তের গ্রুপ। সুযোগ পেলে রক্তদান করব। এটা এখন আমার দায়িত্ব মনে হচ্ছে।”
ভালুকা হেল্পলাইন জানিয়েছে, তারা ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন কর্মসূচি চালিয়ে যাবে। তাদের লক্ষ্য, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে রক্তদাতা নেটওয়ার্ক তৈরি করা এবং জরুরি রক্ত সংকট কমিয়ে আনা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন