রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে রিয়াদ (১৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। রবিবার সকাল পৌনে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ সদর উপজেলার দাদশী ইউনিয়নের বড়দোয়াল গ্রামের রহমতের ছেলে। সে শ্রীপুর কাদেয়িরা বেকারির কর্মচারি ছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেলেটি দ্রুত গতিতে শ্রীপুর থেকে বড়পুলের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলেটি সকাল ৯টার ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। আমরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে সদর হাসপাতালে প্রেরণ করি। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিশোর রিয়াদকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) সাজ্জাদ হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম