মেয়ে নুপুরের বিয়ের দিন তারিখ ঠিক করতে গিয়েই নিহত হন রংপুরের তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫)। রূপলাল দাসের সেই নুপুরের বিয়ে হচ্ছে ডিপজল ওরফে কমল রবিদাশের সাথে। সোমবার রাত ১২ টায় বরযাত্রী আসবে। বাড়িতে শোকের ছায়া থাকলেও পরিবারে মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে।
রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের ডিপজল ওরফে কমল রবিদাসের সঙ্গে বিয়ে নুপুর রবিদাসের। হিন্দু সম্প্রদায়ের রীতি অনুযায়ী মেয়েকে স্বর্ণালঙ্কার, ঘরসজ্জার সরঞ্জমাদি কেনাসহ বরযাত্রী ও আত্মীয়স্বজন মিলে প্রায় ৪০০ মানুষকে অ্যাপায়নের লক্ষ্যে আয়োজন করেছেন রুপলালের স্ত্রী ভারতী রানী।
জানা গেছে, রংপুরের তারাগঞ্জ বাজারে জুতা সেলাই করতেন রুপলাল রবিদাস। উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা রুপলালের দুই মেয়ের মধ্যে বড় মেয়ে নুপুর রবিদাস তারাগঞ্জ ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ডিগ্রিতে অধ্যয়নরত। ছোট মেয়ে রুপা রবিদাস স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। রুপলালের একমাত্র ছেলে জয় রবিদাস তারাগঞ্জ ওয়াকফ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ছে।
১০ আগস্ট রুপলালের বাড়িতে মেয়ে নুপুর রবিদাসের বিয়ের দিন-তারিখ ঠিক করার অনুষ্ঠান ছিল। মিঠাপুকুরের বাসিন্দা জামাই প্রদীপ রবিদাসকে বিয়ের সেই আয়োজনে থাকার জন্য বাড়িতে ডাকেন রুপলাল। এরপর ৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে তারাগঞ্জ-কাজিরহাট ছেতরা বটতলায় চোর সন্দেহে রুপলাল ও প্রদীপকে স্থানীয়রা মারধর করে এবং পরে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে গণপিটুনি দিলে ঘটনাস্থলে রুপলালের মৃত্যু হয়। গুরুতর আহত জামাই প্রদীপ পরদিন ১০ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বাবা ও দুলাভাইয়ের মৃত্যুর পর থমকে যায় নুপুরের বিয়ের আলোচনা।
নুপুর রবিদাস বলেন, আমার বিয়ের আয়োজন হলেও মনের ভেতরে বাবা হারানোর কষ্ট রয়ে গেছে। আমার বাবার হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সবাই দেখছে কিন্তু কেউ তাদের নিয়ে কিছু বলে না। পুলিশও তাদের গ্রেপ্তার করছে না।
রুপলালের ছেলে জয় রবিদাস বলেন, বাবা নেই, এই বয়সে আমাকে বিয়ের পুরো কাজ করতে হচ্ছে। অনেক টাকা-পয়সার দরকার। হাট থেকে খাসি কিনে এনেছি। জামাই বাবুকে উপহার দেওয়ার জন্য, ঘর সজ্জার সরঞ্জাম কিনেছি। এছাড়া স্বর্ণের আংটি, চেইন, চুড়ি দিতে হচ্ছে।
রুপলালের স্ত্রী ভারতী রবিদাস বলেন, মেয়ের বিয়েতে অনেক টাকা লাগছে। এখন ধার-দেনা যেভাবে হোক টাকা জোগাড় করে মেয়ের বিয়ে দিতে হচ্ছে। নুপুরের বিয়ের তারিখ ঠিক করা ও হবু জামাইকে কিছু বায়না দেওয়ার অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের আগের দিন আমার স্বামী ও জামাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মিঠাপুকুরের ছড়ান বালুয়া এলাকা থেকে ভাগ্নি জামাই প্রদীপ লাল রবিদাসকে নিয়ে ভ্যানে করে রুপলাল রবিদাস বাড়ি ফেরার পথে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করে চোর সন্দেহে জিজ্ঞাসাবাদ করেন। এরই একপর্যায়ে সন্দেহভাজনরা প্রদীপ লালের কালো ব্যাগ তল্লাশি করে ‘স্পিড ক্যানের’ বোতলে দুর্গন্ধযুক্ত পানীয় এবং কিছু ওষুধ পান। বোতলের ঢাকনা খোলার পর দুর্গন্ধে বুড়িরহাট এলাকার মেহেদী হাসানসহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এতে উত্তেজিত হয়ে রূপলাল ও প্রদীপ লালকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে মাঠে নিয়ে যান। সেখানে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে তাদের দুজনকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রূপলাল রবিদাসকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে প্রদীপ লাল রবিদাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়। পরদিন ভোরে প্রদীপ লালেরও মৃত্যু হয়। এ ঘটনার পরদিন ১০ আগস্ট রূপলাল রবিদাসের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে তারাগঞ্জ থানায় ৫০০-৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। এখন পর্যন্ত এ মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল