সিরাজগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, সূর্যমুখী (হাইব্রিড), শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী ও অড়হড় চাষে উৎসাহ দিতে এ কার্যক্রম হাতে নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
রবিবার (২ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৮৩১০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ১০ কেজি ডিএপি ও এমওপি সার এবং ১ কেজি সরিষা বীজ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনোয়ার সাদাত, কৃষিবিদ একেএম মনজুরে মাওলা এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম নাসিম হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/জামশেদ