বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির গঠন করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের বিজেএর কার্যালয়ে ৫৮ তম বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটির গঠন করা হয়।
নতুন কমিটিতে খন্দকার আলমগীর কবির পুনরায় চেয়ারম্যান, এস.এম. সাইফুল ইসলাম পিয়াস সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং মো. তারেক আফজাল ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, মো. ফাহাদ আহমেদ আকন্দ, শামীম আহমেদ, এস, এম মনিরুজ্জামান (পলাশ), খাইরুজ্জামান, মো. কুতুবউদ্দিন, শেখ ঈমাম হোসেন, এস.এম হাফিজুর রহমান, বদরুল আলম (মার্কিন), এইচ এম প্রিন্স মাহমুদ, মো. তোফাজ্জল হোসেন, মো. ইকবাল হোসেন ভূঁইয়া, মো. নূর ইসলাম, মো. আলমগীর খান, রঞ্জন কুমার দাস ও এস.এম সাইফুল ইসলাম।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান বলেন, বর্তমানে কাঁচাপাট রপ্তানী বন্ধ থাকায় অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। এরপরও শ্রমিকদেরকে বসিয়ে বসিয়ে মজুরী দিতে হচ্ছে। কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আগামী ১০ দিনের মধ্যে রপ্তানী বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ার দেন তিনি।
এর আগে বিজেএ’র সাবেক চেয়ারম্যান মো. আফজাল হোসেন আকন্দ সভায় সভাপতিত্ব করেন। তিনি সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটিকে অভ্যর্থনা ও দায়িত্ব হস্তান্তর করেন।
সভায় বিগত অর্থবছরের চূড়ান্ত নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একই সাথে বিজেএ'র আগের কার্যনির্বাহী কমিটির ২ বছরের কার্যক্রম উপস্থাপন, অডিনারী ও এসোসিয়েট গ্রুপের নতুন সদস্যপদ উপস্থাপনসহ অর্থ বছরের সমাপ্ত হিসাব নিরীক্ষা করার জন্য অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়।
বিডি প্রতিদিন/কামাল