নিয়মিত মামলার আসামি ও বালিয়াকান্দি থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াতের পদোন্নতি বাতিল ও গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ রবিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে জেলার নারুয়া গ্রামের বাসিন্দা মো. তুহিনুর রহমান ও রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা মো. আ. মালেক খান এই স্মারকলিপি প্রদান করেন। তুহিনুর রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও আব্দুল মালেক খান আহ্বায়ক।
স্মারকলিপিতে বলা হয়, ২০১৪ সালের ১২ জানুয়ারি নারুয়া গ্রামের বাসিন্দা তুহিনুর রহমানকে অপহরণ করে গুমের চেষ্টা করেন বালিয়াকান্দি থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত। অপহরণের পর তাকে নির্যাতন করা করে বিভিন্ন মামলায় আদালতে প্রেরণ করা হয়। নির্যাতনের কারণে আদালতে অসুস্থ হয়ে পড়েন তুহিনুর রহমান। আইনী প্রক্রিয়াতে তাকে জমিনের পর বিদেশে চিকিৎসা করা হয়।
গত ২৫ আগষ্ট নির্যাতনের অভিযোগ তুলে বালিয়াকান্দি থানায় মামলা করতে যান তুহিনুর রহমান। এ মামলায় সাবেক রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লল হাকিমে প্রধান আসামি করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মামলা নিতে অপরাগতা প্রকাশ করেন। পরবর্তীতে তিনি আদালতে মামলার আবেদন করেন।
বালিয়াকান্দির আমলী আদালতের বিচারক মৌসুমি সাহা বালিয়াকান্দি থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেনকে মামলাটি রেকর্ড করার আদেশ প্রদান করেন। ৩০ আগস্ট হতে আবু শামা মো. ইকবাল হায়াত নিয়মিত মামলার আসামি।
স্মারকলিপি হতে আরও জানা যায়, গত ২১ অক্টোবর সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়।
তুহিনুর রহমান তুহিন বলেন, একজন নিয়মিত মামলার আসামিকে গ্রেফতার না করে তাকে পদোন্নতি দেওয়াটা দুঃখজনক। আমরা জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি। দ্রুত সময়ের মধ্যে তার পদোন্নতি বাতিলসহ গ্রেফতার না করলে জেলায় মানববন্ধনসহ থানা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা মো. তুহিনুর রহমান একটি স্মারকলিপি দিয়েছেন। তিনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর প্রেরণের জন্য আমাদের কাছে জমা দিয়েছেন। আমরা দ্রুত স্মারকলিপিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিবো।
অভিযোগের ব্যাপারে তৎকালীন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াতের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
বিডি প্রতিদিন/হিমেল