বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আরটিএমআই কুতুবদিয়ার দ্বীপবাসীর জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি ওয়াটার অ্যাম্বুলেন্স দিয়েছিল। তবে জ্বালানি ও জনবল সংকটের কারণে এটি দীর্ঘদিন ধরে অচল পড়ে আছে। বড়ঘোপ জেটিঘাটের উত্তর পাশে কাঁদায় আটকে থাকা অবস্থায় অ্যাম্বুলেন্সটির বেহাল দশা দেখা যায়।
সরেজমিনে জানা গেছে, কুতুবদিয়ার ছয়টি ইউনিয়নে প্রায় দুই লাখ মানুষের বসবাস। একমাত্র ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স ও ১২টি কমিউনিটি ক্লিনিক থাকলেও পর্যাপ্ত আধুনিক সুবিধা না থাকায় রোগীদের সাগরপথে সাধারণ নৌকাতেই চিকিৎসার জন্য জেলা সদরে যেতে হয়। দুই বছর আগে পাওয়া ওয়াটার অ্যাম্বুলেন্সটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হলে মেরামত করা হয়; কিন্তু জ্বালানি ও জনবল সংকটে সেটি আর চালানো হয়নি। স্থানীয়রা দাবি করেছেন, অ্যাম্বুলেন্সটি কখনো মানুষের কাজে লাগেনি।
স্থানীয় সাংবাদিক রাইতুল ইসলাম রাহাত বলেন, নৌকায় যাতায়াতে রোগীরা মারাত্মক ভোগান্তিতে পড়েন। অ্যাম্বুলেন্সটি চালু হলে মুমূর্ষু রোগীরা সময়মতো উন্নত সেবা পেত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান বলেন, সরকারি জ্বালানি বরাদ্দ ও জনবল না থাকায় অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা যাচ্ছে না। প্রশাসনসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করলে পুনরায় চালু করা সম্ভব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ