ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো কাতলামারি কুঠিরপাড় গ্রামের সোহেল মিয়ার ছেলে আরিয়ান (৫) ও তারা মিয়ার মেয়ে তাছনিম (৫)।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের কাতলামারি-কুঠিপাড়া গ্রামে।
জানা গেছে ওই দুই শিশু পরিবারের অজান্তে খেলা করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। সকাল থেকে তাদের দুইকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে নবগঙ্গা নদীতে তাদের দুইজনের মৃত দেহ ভেসে উঠে। এ তথ্য নিশ্চিত করেন কাতলামারি পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আল মামুন।
বিডি প্রতিদিন/নাজমুল