জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ময়মনসিংহ ফুলপুর উপজেলার প্রথম শহীদ সাইফুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলার ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের চক ঢাকিরকান্দা সাইফুলের বাড়িতে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ‘শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদ’।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদী, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে শহীদ সাইফুল ইসলামের কবর জিয়ারত এবং কবরের পাশে বৃক্ষরোপণ করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত