বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রংপুর মহানগর কমিটির সহ-সভাপতি মঞ্জুরুল হক মানিককে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতার মানিক নীলফামারী জেলার ডিমলা থানার সোনাখুলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। শনিবার রাতে রংপুর নগরীর খামার মোড় এলাকার আব্দুল খালেক মেসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মঞ্জুরুল হক মানিককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত শহিদুল ইসলাম সাগরের দায়ের করা মামলায় তদন্তে সন্দিদ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার শহিদুল হক মানিক এর আগে রংপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের রংপুরের মানিক নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ