আওয়ামী লীগের ডাকা হঠাৎ হরতালের প্রতিবাদে মেহেরপুরের গাংনী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (২০ জুলাই) গাংনীর বড়বাজার ও হাসপাতাল বাজারে পৃথক দুটি বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি হাসপাতাল বাজার থেকে বের হয়। মিছিলটি হাসপাতাল বাজার প্রদক্ষিণ করে বড়বাজারে এসে শেষ হয়। একই সময়ে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে আরও একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল বাজার থেকে শুরু হয়ে বড়বাজার ঘুরে আবার হাসপাতাল বাজারে গিয়ে শেষ হয়।
উভয় মিছিলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় পতাকা হাতে এবং বিভিন্ন স্লোগানে তারা আওয়ামী লীগের হরতাল কর্মসূচির প্রতিবাদ জানান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, সকাল থেকেই বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বিএনপির মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএ