চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুু হয়েছে। মৃত শিশুরা হল, জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের ওমর আলীর ছেলে আনিম আলী (১১) ও মুকুল আলীর মেয়ে মিম খাতুন (১০)।
রবিবার দুপুরে উপজেলার উজিরপুর ইউনিয়নের পাগলা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম