গাজীপুরের কাপাসিয়া উপজেলার কীর্তুনিয়া ইউসুফ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আসাদুল্লাহ নামে এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামে।
নিহত আরিফ হোসেন ভূঁইয়া (৩২)। তিনি ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (অফিস সহায়ক) এবং কীর্তুনিয়া গ্রামের আব্দুল মালেক ভূঁইয়ার ছেলে।
আটককৃত আসাদুল্লাহ (৩৮) একই উপজেলার কীর্তুনিয়া গ্রামের মৃত ফাইজ উদ্দিনের ছেলে। সে একজন সিএনজি চালক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, রবিবার স্কুল চলাকালীন সময়ে আরিফ হোসেন ভূঁইয়া স্কুলের বাইরে যান। কিছুক্ষণ পর খবর পাই, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বারিষাব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান উদ্দিন বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারি, আরিফ হোসেন স্কুলের পাশের একটি দোকানে বসে ছিলেন। এ সময় এক দুর্বৃত্ত এসে হঠাৎ পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন হামলাকারীকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: আল আমিন হোসেন রাকিব জানান, আহত অবস্থায় আরিফ হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, জিএনজি ভাড়া নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত আসাদুল্লাহ নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম