চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে মোহাম্মদ লাল চান (২৩) নামের এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে জেলার সদর উপজেলার জোহরপুর সীমান্ত দিয়ে তিনি ভারতে প্রবেশ করেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি বিষয়টি জানতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ লাল চান সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামের বাসিন্দা। শনিবার রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। অন্যরা ফিরে এলেও লাল চান আর ফেরেননি। সকালে এলাকায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, তবে সেটির কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি।
বিজিবি অধিনায়ক ফাহাদ মাহমুদ রিংকু বলেন, ‘জোহরপুর সীমান্তে শনিবার রাতে বিজিবির টহল দল কোনো গুলির শব্দ শোনেনি। সে কারণে লাল চানের মৃত্যুর খবর সঠিক নয় বলেই আমরা মনে করছি। আমরা ইতোমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি।’
বিডি প্রতিদিন/জামশেদ