দিনাজপুর ঘোড়াঘাটে আতউর রহমান নামের একজন ভুয়া ডিবিকে আটক করেছে ঘোড়াঘাট পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টায় ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড়ে ঠাকুরগাঁও থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা রাহাবার পরিবহন থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ভুয়া ডিবি পুলিশ হলেন, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার শিডলী গ্রামের বুলু মিয়ার ছেলে আতাউর রহমান (৩০)।
পুলিশ জানায়,আটক আতাউর ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন থেকে নিজেকে ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিলেন। বিষয়টি দিনাজপুর ডিবি পুলিশ অবগত হওয়ার পর শুক্রবার দিবাগত রাত তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রী বেশে যাচ্ছে মর্মে খবর পেয়ে ঘোড়াঘাট থানাকে অবগত করলে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক আহনাফ, মনিরুজ্জামান ও শফিসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে পৌরসভার আজাদ মোড়ে রাহাবার পরিবহন থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তার নিকট থেকে একটি ওয়্যারলেস (ওয়াকিটকি) সেট উদ্ধার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, দিনাজপুর ডিবি কার্যালয়ের থেকে তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়। শনিবার সকালে আটক আতাউরকে দিনাজপুর ডিবি কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম