গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের পাঁচ শহীদকে উৎসর্গ করে বৃক্ষ রোপণ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ইকোপার্কে এই গাছের চারা রোপন করা হয়।
শহীদদের স্মরণে 'এক শহীদ, এক বৃক্ষ' কর্মসূচির আওতায় গার্মেন্টস কর্মী শহীদ সাজু ইসলামের নামে নিম গাছ, কাঁচামালের দোকানদার শহীদ শাহাবুল ইসলাম শাওনের নামে কৃষ্ণচুড়া, রিকশাচালক ও পান বিক্রেতা শহীদ আবু ছায়েদের উৎসর্গ করে কাজু বাদাম, ইন্টারনেট সেবা দান প্রতিষ্ঠানে কর্মরত শহীদ সাগর রহমানকে উৎসর্গ করে জারুল এবং গার্মেন্টস কর্মী শহীদ সুমন ইসলামকে উৎসর্গ করে একটি লটকন গাছের চারা রোপণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাড. আদম সুফি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, জাতীয় নাগরিক পার্টির সদর উপজেলা সমন্বয়ক তানবিরুল বারিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ