নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে নেবুলাইজার মাস্ক বিক্রি করায় ইউনিটি হসপিটালের ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৯ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অবস্থিত এ ইউনিটি হসপিটালে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই হসপিটালের ফার্মেসিকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় নগদ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ সূত্রে জানা যায়, উক্ত হসপিটালের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়। তদন্তে দেখা যায়- ফার্মেসি প্রতিষ্ঠানটি Nebulizer Mask এম আর পি মূল্য ৬৫ টাকা এর পরিবর্তে ১২০ টাকা দরে বিক্রয় করছে। এছাড়াও Z-LIDOCAINE Plus যা স্থানীয়ভাবে কার্যকরী অনুভূতিনাশক (Local Anesthetic) হিসেবে ব্যবহৃত হয় সেটির মূল্য মার্কার দিয়ে মুছে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মূল্যে সেবা গ্রহীতাদের নিকট বিক্রয় করছে।
নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি থেকে সেবা গ্রহীতাগণ যাতে ন্যায্য এম আর পি মূল্যে ঔষধ, সার্জিক্যাল আইটেম, লোকাল অ্যানেস্থেটিক ঔষধ ক্রয় করতে পারে সেই জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ