শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকাল ৪টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ।
জেলা জাসাসের আহ্বায়ক আশরাফুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ, সাবেক সভাপতি আব্দুর রউফ হিটু, সাধারণ সম্পাদক নুরুন্নবী সবুজ, সিনিয়র যুগ্ন মীর মো. জুলফিকার আলী টিটু, জেলা জাসাসের জেলা জাসাদের সদস্য মো. রাকিব হোসেন সুমন, রাজবাড়ী পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম টিউলিপ, কালুখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম, গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি নুরুল হক মিলন, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি ফিরোজ মন্ডলসহ সংগঠনটির অনান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার ছবি অবমাননা করা অত্যন্ত নিন্দনীয়। মহান স্বাধীনতার ঘোষককে নিয়ে অবমানার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির অত্যন্ত ঘৃণ ও নিন্দনীয়। জাসাসসহ রাজবাড়ী সাংস্কৃতির সাথে জড়িতরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। দেশে রাজনৈতিক শিষ্টাচার ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।
মানববন্ধন কর্মসূচীতে জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে আসা জাসাসের নেতৃবৃন্দসহ সাধারণ সাংস্কৃতিক কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ