মোংলায় যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ জুলাই) রাতে পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথবাহিনী। এ অভিযানে আটক হয় মাদক ব্যবসায়ী মো. আলী (৬৩)। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। ১৮০ পিস ইয়াবাসহ আটক করা হয় ধলু পোদ্দারকে (৫২)। আর ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয় মো. জিহাদুল ইসলাম (২২) ও মো. মানজারুলকে (২৫)। শনিবার দুপুরে মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আনিসুর বলেন, আমরা এ এলাকাকে মাদকমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহায়তা প্রয়োজন। এছাড়া মাদক নির্মূলে সকলকে এক হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেই সাথে প্রত্যেকটি পরিবারকে আরও বেশি সচেতন হওয়া জরুরি। কারণ তাদের সন্তানেরা যাতে মাদকের পথে অগ্রসর না হতে পারে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ