ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদরের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে শাহিনুর আক্তার (২৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বাঞ্ছারামপুর থানা সংলগ্ন ব্রিজের পাশের ইউসুফ মোল্লার বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
মৃত নারী উপজেলার সলিমাবাদ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী মাসুদ মিয়া সৌদি প্রবাসী। তিনি ইউসুফ মোল্লার বিল্ডিংয়ে একটি ভাড়া ফ্ল্যাটে এক সন্তানসহ একাই বসবাস করতেন।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর থেকে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ওই নারীর পরিবার এবং পুলিশে খবর দেয়। বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ইউসুফ মোল্লার বিল্ডিংয়ের মালিক নজরুল ইসলাম জানান, আমার ভাবি ফোন করে জানায়, ফ্ল্যাট থেকে গন্ধ বের হচ্ছে। আমি বাসায় গিয়ে বিশ্রাম নিয়ে নিজে গিয়ে দেখি রুমটা ভেতর থেকে তালাবদ্ধ। পরে নিহতের মা ও বোনরা এসে উপস্থিত হলে আমরা তালা ভেঙে ভেতরে ঢুকি। দেখি শাহিনুর মেঝেতে নিথর পড়ে আছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জামিল খান বলেন, আমরা তদন্ত করছি। সিআইডির বিশেষ টিম এসেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল