জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি’ উপলক্ষে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেনসহ শহীদ পরিবারের সদস্যরা।
জেলা প্রশাসক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি পালন করা হয়েছে। সদর উপজেলার ৫ জন শহীদের নামে বৃক্ষরোপণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল