সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি।
শনিবার দুপুরে উপজেলার বসুরহাট পৌরসভার জিরোপয়েন্টে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে প্রতিবাদ বিশাল সমাবেশ হয়। এর আগে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে।
প্রতিবাদ সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য নুরুল আলম শিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল মতিন লিটন, সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল মামুনসহ অনেকেই বক্তব্য রাখেন।
এ সময় বিএনপি, যুবদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল