নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো শুক্রবার বিকালে নোয়াখালীতে জুলাই আগস্ট শহীদদের স্মরণে মৌন মিছিল করার পূর্বে এক সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন। তিনি বলেন, ছাত্ররা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছে। কিন্তু এগারো মাস পরেও সরকার তালবাহানা করছে। এই সরকার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। এটা কখনো সফল হবেনা। দেশের সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে। নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির উদ্যোগ একটি মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন সেলিম, শহিদুল ইসলাম কিরন, কোম্পানীগঞ্জের বিএনপি সভাপতি নুরুল আমিন শিকদার, জেলা বিএনপি নেতা শাহীন, জেলা বিএনপির সদস্য এডভোকেট রবিউল হাসান পলাশ, ভিপি জসিম, আবদুল করিম মুক্তা, শাহ জাফর উল্যাহ রাসেলসহ শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলা শহরের প্রধান সড়কে মৌন মিছিলটি প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এএ