বগুড়ার শেরপুরে আঞ্চলিক সড়কে পথরোধ করে চাচা-ভাতিজার ওপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা। এসময় তাদের বেধড়ক মারধর করার পাশাপাশি ব্যবহৃত মোটরসাইকেলটি অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার মালিহাটা গ্রামে ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় রাতেই জড়িত সন্দেহে লাবনী খাতুন নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাবুল হোসেনের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, উপজেলার পানিসারা গ্রামের মিজানুর রহমান ও মঞ্জুরুল ইসলাম সম্পর্কে চাচা-ভাতিজা। তারা স্থানীয় আলতাদিঘী বোর্ডের হাট থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। একপর্যায়ে মালিহাটা গ্রামে পৌঁছালে সংঘবদ্ধ চক্রের বেশকয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করেন এবং বেধড়ক মারপিট করে গুরুতর জখম করেন। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। পরবর্তীতে আহত মিজানুর রহমানের বাবা আব্দুল কুদ্দুস বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই নারীকে গ্রেপ্তার করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন বলেন, পূর্বশক্রতার জেরে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। উক্ত ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। ওই নারীকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।