২০২৫ সচ্ছতা ও অগ্রগতির বছর এই প্রতিপাদ্যকে সামনে রেখে টিএমএসএস এর বার্ষিক জোন প্রধান সম্মেলন-গত বুধবার ও বৃহস্পতিবার বগুড়া ফাইভ স্টার মম-ইন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী সম্মেলনে টিএমএসএস এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও টিএমএসএস-এর বিভিন্ন জোনের জোন প্রধানগণ অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ ও সাফল্য নিয়ে আলোচনা করা।
এছাড়াও দেশের বেকার মানুষের কর্ম সংস্থানের লক্ষ্যে নারী উদ্যোক্তা তৈরি, তরুণ উদ্যোক্তা তৈরি, সনাতনী কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, কৃষিপণ্যের সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এবং ডিজিটালাইজেশন বিষয়ে কর্ম কৌশল গ্রহণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ