জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। কর্মসূচি উপলক্ষে শুক্রবার বিকেল ৬টার দিকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ শেষে শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে একটি মৌন মিছিল বের করে। মিছিলটি পাওয়ার হাউজ রোড, কান্দিপাড়া মোড়, টি.এ. রোড, মুক্তমঞ্চ সড়ক, পুরাতন কাচারি মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সহ সভাপতি মমিনুল হক মমিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি প্রমুখ।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করা হয়েছে। কারণ ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থানে ভোটারবিহীন নির্বাচন, সন্ত্রাস ও চাঁদাবাজসহ সকল অপকর্মের বিরুদ্ধে গণ আন্দোলনের চেতনাকে ভুলে গেলে চলবে না। সেই চেতনাকে সামনে রেখে এই দেশের জনগণকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।
বিডি প্রতিদিন/এএ