ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে গতকাল বিপুল পরিমাণ হাতবোমা, পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- রাজ ইসলাম (২২), রাকিব মোল্লা (২৫) ও জুয়েল রানা (২২)। এদিকে চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি পাইপগানসহ দেশি অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।