ভালো চাকরির প্রলোভনে দুবাইয়ে মানব পাচারকারী চক্রের কাছে বিক্রি, অমানুষিক নির্যাতন ও মুক্তিপণ আদায়ের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া উভয়কে সাড়ে ৫ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন। দণ্ডিতরা হলেন- লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার উত্তর কেরুয়ার মোশারেফ হোসেনের ছেলে শাহ ইমরান সাগর (৪৫) ও হবিগঞ্জের বাহুবল উপজেলার দত্তপাড়ার আনসার আলীর ছেলে মো. বাচ্চু মিয়া (৩৭)।
মামলার বরাতে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ড হরিনাফুলিয়া নতুন হাট এলাকার নবীন ফরাজীকে (২৮) সাড়ে ৩ লাখ টাকা চুক্তিতে ২০২৩ সালের ২৭ মার্চ দুবাই পাঠায় শাহ ইমরান সাগর। দুবাই পৌঁছানোর পর তাকে মানব পাচার চক্রের সদস্যদের কাছে বিক্রি করে দেয় বাচ্চু মিয়া। চক্রের সদস্যরা দীর্ঘদিন তাকে অমানুষিক নির্যাতন করে। পরে নবীনের বাবার কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়। দুবাইয়ে থাকা এক প্রবাসীর মাধ্যমে দেশের আসার পর ২০২৩ সালের ৩০ আগস্ট দুজনকে আসামি করে বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন নবীন।