টানা বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় চরম বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা। ঋণ নিয়ে ধান আবাদ করেছিলেন এসব কৃষক। ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় এখন ঋণের বোঝা চেপে বসেছে এসব কৃষকের ঘাড়ে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর রাত থেকে পরেরদিন ভোর পর্যন্ত জেলায় গড়ে ১৯১ মিলিমিটার বৃষ্টি হয়। যা ১০ বছরের মধ্যে সর্বোচ্চ এবং নজিরবিহীন। বৃষ্টিতে জেলার ৪ হাজার ৪৫৯ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান। জানা গেছে, দোকান থেকে বাকিতে সার-বীজসহ অন্যান্য উপকরণ নিয়ে আবার কেউ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আমন ধান চাষাবাদ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার হাজার হাজার কৃষক। আর কয়েক দিন পরেই কৃষক শুরু করতেন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়েছে সেই ধান। এখন দোকানের বাকি এবং এনজিওর ঋণ কীভাবে পরিশোধ করবেন সেই দুশ্চিন্তার ছাপ কৃষকের চোখেমুখে। তবে শুধু ধানই নয় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আলু, সরিষা, মাষকলাই, পিঁয়াজসহ শীতকালীন শাকসবজির। সদর উপজেলার কৃষক শরিফুল ইসলাম বলেন, এবার আমন ধান চাষ করে ঋণের বোঝা আরও বেড়ে গেল তার। একটি এনজিও থেকে ৬৫ হাজার টাকা ঋণ নিয়ে অন্যের ৫ বিঘা জমিতে আমন চাষ করেন তিনি। কিন্তু বৃষ্টিতে ক্ষতি হওয়ার পর এনজিওর ঋণ দিতে পারবেন না তিনি। পরিবারের সোনাদানা বিক্রি করে তার পরিশোধ করতে হবে। তিনি আরও বলেন, আশা করেছিলাম এবার আমন চাষ করে ৫ বিঘা জমিতে ৭০ থেকে ৭৫ মণ ধান পাব। কিন্তু বৃষ্টির পরে ধানগাছের যে অবস্থা তাতে সবমিলিয়ে ৩০ মণ ধান পাওয়া যাবে কি না সন্দেহ। এ ছাড়া ধান কাটার জন্য শ্রমিককে মজুরি দিতে হবে। শুধু শরিফুলই নয় তার মতো চাঁপাইনবাবগঞ্জের কয়েক হাজার কৃষকের এখন একই দুশ্চিন্তা। সফিকুল নামে এক চাষি বলেন, আমার ৮ হাজার টাকা দোকানে বাকি রয়েছে। কিন্তু ধান তুলে এক টাকাও শোধ করতে পারব না। আবার সামনে মৌসুমে চাষাবাদের জন্য বাকিতে সার-বীজ ও কীটনাশক কিনতে হবে। ফলে এবারের ক্ষতির জের টানতে হবে পরের মৌসুমেও। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ইয়াছিন আলী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এসব কৃষককে সরকারি প্রণোদনার আওতায় আনা হবে।
শিরোনাম
- রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
- লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে পুলওয়ামার চিকিৎসক উমর নবি?
- দিল্লির গাড়ি বিস্ফোরণ কি আত্মঘাতী হামলা ছিল?
- ৩৮০০ শিশুর হার্ট সার্জারিতে অবদান : মানবসেবায় রেকর্ড জনপ্রিয় গায়িকার
- রুদ্ধশ্বাস জয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারালো পাকিস্তান
- শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেফতার ৫
- গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
- রাবির হলে গাঁজা সেবনকালে ৭ শিক্ষার্থী আটক
- ইসলামে আখলাকে হাসানার গুরুত্ব
- কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার
- ডিপফেক চিনবেন যেভাবে
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি ঋণের বোঝা কৃষকের কাঁধে
রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর