সিরাজগঞ্জে গতকাল চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই দিন সিলেটে এক কৃষক ও নারায়ণগঞ্জে অটোচালকের লাশ উদ্ধার করে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
সিরাজগঞ্জ : সদর উপজেলায় চোর সন্দেহে পিটুনিতে সানোয়ার হোসেন সানু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল ভোরে বহুলী ইউনিয়নের চকমোক্তারগাতি এলাকায় এ ঘটনা ঘটে। সানুর বাড়ি বহুলী ইউপির আলমপুর বাজার এলাকায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সদর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, সানোয়ারের বিরুদ্ধে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর থানায় দুটি ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান। এ ঘটনায় স্বজনরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট : নিখোঁজের পরদিন হাওড় থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে কোম্পানীগঞ্জ উপজেলার রাউটিবিল হাওড়ে হানিফ মিয়া নামের ওই কৃষকের লাশ পাওয়া যায়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে হানিফ গরুকে ঘাস খাওয়াতে রাউটিবিলের কাড়ারপাড় এলাকায় যান। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় স্ত্রী গিয়ে গরু নিয়ে আসেন। হানিফকে না পেয়ে গ্রামের মসজিদের মাইকেও সন্ধান চাওয়া হয়। রাতভর খোঁজাখুঁজির পর গতকাল সকালে হাওড়ে জাল ফেলে উদ্ধার করা হয় তার লাশ। ওসি রতন শেখ জানান, হানিফ মিয়ার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিজয়নগরে ঝোপের ভিতর থেকে অটোরিকশাচালক রিজওয়ানের (১৯) গলা কাটা লাশ উদ্ধার করা হয়। কাছেই তাঁর অটোরিকশা পড়ে ছিল। অটোতে তাঁর রক্তের দাগ পাওয়া যায়।