গাজীপুরের শ্রীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন আট আদিবাসী জাতিগোষ্ঠীর ৫ শতাধিক সদস্য। গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়াচালা গ্রামে গারোপাড়ায় চাকমা, ত্রিপুরা, বর্মণ, গারো, কোচ, উড়াং, সাঁওতালের পাঁচ শতাধিক সদস্যকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। পরে বিএনপিতে যোগদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন, আগামীর রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন, প্রধানমন্ত্রী হবেন, আগামীর বাংলাদেশ গড়বেন সেই তারেক রহমানও আপনাদের কল্যাণে কাজ করার নিদের্শনা দিয়েছেন।
বক্তব্য রাখেন হিড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারি, বিএনপি নেতা আবুল হোসেন প্রধান প্রমুখ।